নীলফামারীতে অজ্ঞান পার্টির দল নেতাসহ ৮জন আটক

প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২১ 695 views
শেয়ার করুন

অজ্ঞান করে অটোরিক্সা ছিনতাইকারীর দলের দলনেতাসহ ৮জন সদস্যকে আটক, ৩টি চোরাই অটোরিক্সা ও খোলা যন্ত্রাংশ উদ্ধার করেছে নীলফামারী থানা পুলিশ। রোববার ( ২১ মার্চ) বিকেলে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মোখলেছুর রহমান (বিপিএম.পিপিএম)।

গ্রেফকৃতরা হলেন, জেলার সদর উপজেলার বড় সংগলশী ইউনিয়নের মৃত শামসুল হুদার ছেলে মীর আলম ওরফে আলম (৪২) এবং তার সহযোগী একই ইউনিয়নের খামাতপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে রেজিনুর ওরফে রেজু (৪৫), কচুকাটা ইউনিয়নের দোনদুরী সর্দারপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে হামিদুল ইসলাম ওরফে কালু, ডাকবাংলো সার্কিট হাউসপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে জাফর (৩৫), দারোয়ানী মোল্লাপাড়া এলাকার আমির আলীর ছেলে নুর ইসলাম (২২),
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার রাজারহাট এলাকার  হবিবর রহমানের ছেলে মোশারফ হোসেন (৩৫), একই এলাকার রুস্তম আলীর ছেলে আমি হোসেন (২৪), কালীগঞ্জ বাজার এলাকার কমল মিয়ার ছেলে সাইফুল ইসলাম। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাকারে প্রেরণ করা হয়েছে।